আক্তার হোসেন সাগর : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট বিভাগীয় উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
বৃহস্পতিবার (১০ অক্টোম্বর) বিকাল থেকে জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের দায়িত্বে থাকা কমিটির সদস্যবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আনসার ও ভিডিপি সিলেট বিভাগীয় অফিসের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান।
এসময় তিনি পূজা মন্ডপে দায়িত্বরত আনসার সদস্যদের দায়িত্ব পালনে মোটিভেশনসহ আনসার সদস্যদের ডিউটির মান পর্যবেক্ষন করেন এবং দুর্গাপূজায় পূজান্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।