Logo

ওসমানী বিমানবন্দর থেকে আ. লীগ নেতা জামিল ও শামীম আটক

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | ১৩১৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

বিদেশে যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও এডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের সময় তাদেরকে আটক করা হয়।


সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম।


 

জানা গেছে, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি  সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

 

যথারীতি তারা ওসমানী বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়। তাদেরকে রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়।

 

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

মৌলভীবাজারে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান

মৌলভীবাজারে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির উপমহাপরিচালক

সিলেটের শাহপরাণ মাজারে বন্ধ হলো গান-বাজনা

সিলেটে সীমিত আকারে খুলেছে ভারতীয় ভিসা সেন্টার

ওসমানী মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

সাংবাদিক এ টি এম তুরাব হত্যাকারীদের ধরতে ৪৮ ঘণ্টার সময়সীমা

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) সিলেটের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা

আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা