Logo

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৬৯৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সামাজিক সংগঠন মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের আয়োজনে প্রবাসী সাংগঠনিক নেতৃবৃন্দের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বসত ঘর নির্মানের জন্য ঢেউ টিন বিতরণ করা হয়েছে। 


শনিবার (১৪ সেপ্টেম্বর) মানুষ মানুষের জন্য স্লোগানকে সামনে রেখে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদ রাজনগরের আয়োজনে প্রবাসী সাংগঠনিক নেতৃবৃন্দের অর্থায়নে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা, আমিরপুরসহ আশপাশের গ্রামগুলোর বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের বসত ঘর নির্মানের জন্য ঢেউ টিন বিতরণ করা হয়।


বিতরণকালে উপস্থিত ছিলেন, মেধা বিকাশ সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি ও মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ, সংগঠনের সহ-সভাপতি ও রাজনগর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, মেধা বিকাশ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক পিপুল প্রমুখ। 


এসময় মেধা বিকাশ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আকলু মিয়া চৌধুরী বলেন, এবারের বন্যায় রাজনগরে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন বন্যর্তদের পাশে দাঁড়িয়েছে । সবার সাথে আমরাও মেধা বিকাশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের প্রবাসী সাংগঠনিক নেতৃবৃন্দের অর্থায়ানে বন্যার্তদের দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী ও ঢেউ টিন বিতরণ করলাম। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। 


উল্লেখ্য রাজনগরে মেধা বিকাশ সমাজকল্যাণ পরিষদ গঠনের পর থেকে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়নে এবং জনস্বার্থে কাজ করে যাচ্ছে। বিগত করোনাকালীন সময়ে মেধা বিকাশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জনসাধারণকে সর্তক করার পাশাপাশি করোনা টেষ্টের জন্য ফ্রি রেজিষ্টেশন ব্যবস্থা করেছিলো এছাড়াও প্রতিবছর দরিদ্র অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচসহ মেধা বৃত্তি প্রদান করে থাকে এবং বিভিন্ন ধর্মিয় অনুষ্ঠানে অসহায়দের কাপড় প্রদানসহ বিভিন্ন মসজিদ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করে। 



আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

হত্যা মামলাকে বিভিন্ন খাতে প্রভাবিত করার অভিযোগ করে রাজনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রাজনগর থানা পুলিশের অভিযানে ২৩১.৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

রাজনগরে মরহুম এম. সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন

রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে'র উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগরে ছাত্রদলের উদ্যোগে এম সাইফুর রহমান অডিটোরিয়াম পুনরায় নিজের নাম ফিরে পেল