আসন্ন শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাজঘাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন।
জানা যায়, এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭৫ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়।