১২ বছর ধরে পালিয়ে থাকা ছয় বছরের সাজাপ্রাপ্ত জিনের বাদশা মোশারফ হোসেন ওরফে ‘মশা’কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর দুর্গম চর চকরহিমাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোশারফ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামের বাবলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি মোশারফ ২০১২ সালে সিরাজগঞ্জে প্রতারণার মামলা নং জিআর- ৫০৮/১২ (সিরাজ) এর আসামি ছিলেন। ওই মামলায় সিরাজগঞ্জ জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারক আসামি মোশারফ ওরফে মশাকে প্রতারণার দায়ে ছয় বছরের সাজা প্রদান করেন।
সাজার রায় ঘোষণার ওই সময় থেকে আসামি মোশারফ হোসেন পলাতক ছিলেন। আসামির বিরুদ্ধে আরও তিনটি মামলা আছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, আসামি মশাকে আদালতে সোপর্দ করা হয়েছে।