টানা ১৩ ঘন্টা বন্ধ থাকার পর শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গত রাতে প্রবল বর্ষণের ফলে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকার জানকীছড়া নামক স্থানে পাহাড় ধ্বসে বাঁশঝাড় ও মাটি সড়কে পড়লে এই অবস্থা তৈরী হয়।
শ্রীমঙ্গল সড়ক ও জনপথ বিভাগ যান চলাচল স্বাভাবিক করতে বুল ড্রেজার ও শ্রমিক নিয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মী সাজু মারচেং সিলেটভিউকে জানান, প্রবল বর্ষণে সড়কে মাটি ও বাঁশঝাড় পড়ায় গত রাত ৩টা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ শ্রীমঙ্গল অফিসের সুপারভাইজার দেবাশীষ এর তত্ত্বাবধানে ১৫/২০ জন লোক কাজ করে। এছাড়া সড়ক থেকে মাটি সরাতে বুল ড্রেজার ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।