Logo

২৩ শর্তে নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমে আ.লীগকে সমাবেশের অনুমতি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ৯৫০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

আগামীকাল শুক্রবার ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ, বিজিবি, আনসার ও র‍্যাব নিরাপত্তায় থাকবে। 

এর আগে দুপুরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্সের ব্যবস্থা করতে পারলে দুই দলই তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি পেতে পারে।


আরও খবর