মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। এছাড়া বড়লেখা পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৮ আগস্ট) সারাদেশে ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এতে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনও রয়েছেন। চলতি বছরে ৮ মে আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে রোববার (১৮ আগস্ট) সারা দেশের ৩২৩টি পৌরসভা মেয়রকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি করে। এতে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরীও রয়েছেন। আওয়ামী লীগ নেতা আবুল ইমাম মো. কামরান চৌধুরী ২০২০ সালের ২৮ ডিসেম্বর বড়লেখা পৌরসভা মেয়র নির্বাচিত হন।
এদিকে নবনিযুক্ত উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম এবং বড়লেখা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।