মৌলভীবাজারের বড়লেখা পৌরশহর থেকে এক নারীকে অজ্ঞান করে স্বর্ণের চেইন লুটের ঘটনায় অজ্ঞান পার্টির মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গত সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃতরা হলো-কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) এবং শ্রীমঙ্গল সদর উপজেলার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।
র্যাব জানায়, গত ৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী নামের এক নারী মৌলভীবাজার বড়লেখা উপজেলার দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকে যান। ব্যাংক থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে তার নাক ও মুখে নিক্ষেপ করে। এতে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী জহুরা পারভীন চৌধুরী বাদী হয়ে কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে করতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গত সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল এলাকা থেকে অজ্ঞান পার্টির মূল হোতা সালাউদ্দিন ও তার সহযোগী আনোয়ার মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে র্যাব।