Logo

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত:বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ | ২২৫০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। 

নাজরাতুন নাঈম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। বড়লেখায় যোগদানের আগে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেন। নাজরাতুন নাঈমের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। 


মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা ইউএনওর কাছে তুলে ধরেন। বিভিন্ন সমস্যার কথা শুনে নবাগত ইউএনও নাজরাতুন নাঈম তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি অসিত রঞ্জন দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি আইনজীবী গোপাল দত্ত, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তর টিভি ও মানবজমিন প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, বাংলাদেশের খবর প্রতিনিধি মস্তুফা উদ্দিন প্রমুখ।  


আরও খবর