মৌলভীবাজারের বড়লেখায় কয়েক ঘন্টার ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রাবিহত হচ্ছে। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যানবাহনে পানি ঢুকে তা বিকল হচ্ছে। এতে চালক-যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পৌরসভার নিচু এলাকার বাসিন্দাদের বাড়িঘর-রাস্তাঘাটে পানি উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত থেকে মঙ্গলাবর (২০ আগসট) দুপুর পর্যন্ত থেমে থেমে কয়েক ঘন্টার ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে মানুষের বাড়িতে পানি ঢুকেছে। এছাড়া বড়লেখা-কুলাউড়া আ লিক মহাসড়কের পানিদার এলাকাসহ কিছু স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রাবিহত হচ্ছে। এতে মানুষজন চরম ভোগান্তি পড়েছেন।
স্থানীয়রা জানান, কয়েকঘন্টার ভারি বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পৌরসভার অনেক এলাকায় মানুষের বাড়িঘরে পানি ঢুকবে। চলতি বছরের জুন-জুলাইয়ে তাদের অনেকের বাড়িঘর-রাস্তাঘাট, দোকানপাটে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে আবারও ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা তাদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। তারা জানান, পানিপ্রবাহের পথ দখল করে অপরিকল্পিতভাবে বাড়িঘর-রাস্তাঘাট নির্মাণ করায় ভারি বৃষ্টিপাত হলে পানি দ্রুত নামতে পারে না। ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চান।
অটোরিকশা চালক রাজু আহমদ বলেন, বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি। পানি ঢুকে অনেকের গাড়িও বিকল হয়েছে। আর বৃষ্টি হলে পানি বাড়বে। তখন গাড়ি চালানো কষ্টকর হয়ে যাবে।
বড়লেখা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখায় কয়েকঘন্টা ভারী বর্ষণ হয়েছে। আমি নতুন দায়িত্বগ্রহণ করেছি। পৌরসভার কারও বাড়িঘরে পানি উঠে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি।