স্টাফ রিপোর্ট : জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক তিনি মনোনীত হন।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (ঢাকা ও সিলেট বিভাগের) পরিদর্শক মুহাম্মদ সাজিদুল হক কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
জগন্নাথপুর পৌরশহরে হবিবপুর শাহপুর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোহাম্মদ দীনুল ইসলাম ও মরহুমা গোলবাহারের সন্তান বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাওলানা মোহাম্মমদ ঈনুল ইসলাম পারভেজ জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের স্বনামধন্য প্রতিষ্ঠান হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।