Logo

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৭ গ্রামের লোকজনের মারামারি, আহত শতাধিক

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | ১৬৭০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে পাওনা টাকা নিয়ে ৭ গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় শতাধিক লোকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।    

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারে টাকা পাওনাকে কেন্দ্র করে একই উপজেলার লামাতাসি গ্রামের আলফু মিয়ার সাথে বানিয়াগাও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টিকে কেন্দ্র তাদের দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে সংঘর্ষ জড়িয়ে পড়ে বানিয়াগাও ও লামাতাসি গ্রামের মানুষ। দেশীয় অস্ত্র লাঠি-সোঁটা নিয়ে দুই গ্রামবাসী মিরপুর পয়েন্টে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরবর্তীতে মাইকে ঘোষণা দেয়া হলে বানিয়াগাও গ্রামবাসীর সাথে পশ্চিম জয়পুর ও লামাতাসির সাথে পার্শ্ববর্তী আরো গ্রাম যোগ দেয়। সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফের উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় মিরপুর বাজার এলাকায় বন্ধ থাকে সকল দোকানপাট। সড়কের উভয় পাশে আটকা পড়ে বহু যানবাহন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মশিউর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।  কয়েক দফায় তাদের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

হবিগঞ্জে ফেসবুক পোস্টের জেরে সংঘর্ষ- আহত ৫০

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

হবিগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫২ তরুণ-তরুণী

এমপি ডাকতে নিষেধ করলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে, গুলি বিদ্ধ দুই সাংবাদিক, আহত ৪০

হবিগঞ্জে আচরণবিধি নিয়ে শোকজের জবাব দিলেন ব্যারিস্টার সুমন

দ্বাদশ সংসদ নির্বাচন : সিলেটের ১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী যারা

তফসিল ঘোষণার পর হবিগঞ্জে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

দুর্নীতির অভিযোগে শায়েস্তাগঞ্জের ওসি নাজমুল কামাল সাময়িক বরখাস্ত

নবীগঞ্জে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জশনে জুলুছ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত