Logo


হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:শনিবার ১৯ আগস্ট ২০২৩ | ১৩২জন দেখেছেন
Image

হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সদর থানার ওসি অজয় চন্দ্র দেব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানান, পুলিশের রাবার বুলেটে তাদের ১০০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ চলছে।

সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা অতর্কিত আক্রমণ করে। নিজেদের রক্ষা করতে যাওয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।


আরও খবর

হবিগঞ্জে কমছে না নদ-নদীর পানি

মঙ্গলবার ০৪ জুলাই ২০২৩