Logo


কমলগঞ্জে নতুন ঘর পাচ্ছেন আরও ১১৩ পরিবার

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:সোমবার ০৭ আগস্ট ২০২৩ | ১২১জন দেখেছেন
Image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনমুক্ত হতে যাচ্ছে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) সদর বাঘমারা, আদমপুরের ঘোড়ামারা ও ইসলামপুর ইউনিয়নের বকশিটিলা গ্রামে আরও ১১৩টি গৃহহীন ও  ভূমিহীন পরিবারের মধ্যে এই ঘরগুলো হস্তান্তর করা হবে আগামী ৯ আগস্ট বুধাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলো উদ্বোধন করার কথা রয়েছে।
বাকি ২৩টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়েই উপজেলাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রইছ আল রেজুয়ান।

 এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এর আগে তিনটি পর্যায়ে ৬৬৫ টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আরো ১১৩ পরিবারকে ঘর দেওয়া হবে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন।

 

এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৬৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ নির্মাণ করে উপকারভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে।

আরও খবর

কমলগঞ্জ গাঁজাসহ আটক ১

রবিবার ২৫ জুন ২০২৩