Logo

কুলাউড়ায় আ’লীগের ১০৩ নেতার নামে মামলা

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | ১৭৪০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি সফি আহমদ সলমান, যুগ্ম সম্পাদক ও সদ্যসাবেক পৌর মেয়র সিপার উদ্দিন, আওয়ামীলীগ সমর্থক ৬ চেয়ারম্যানসহ ১০৩ নেতাদের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তবে এসব মামলায় এখনও কোন আসামী গ্রেফতার হয়নি।

জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুলাউড়া চৌমুহনী চত্বরে মিছিলে হামলা চালানোর অভিযোগে মামলা (নং ১১ তারিখ ২৩/০৮/২৪) দায়ের করেন উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আবুল ফাত্তাহ ফাহিম (২৮)। এ মামলায় প্রধান আসামী করা হয় কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদকে।

মামলায় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ ২০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামী করা হয়।

এদিকে গত ২৪ জুলাই শহরের মিলিপ্লাজার সম্মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কাদিপুর গ্রামের কুদ্দুছ মিয়ার পুত্র পারভেজ মিয়া (২৫) বাদি হয়ে কুলাউড়া থানায় বিষ্ফোরক দ্রবাদী আইনে একটি মামলা (নং ১২ তারিখ ২৪/০৮/২৪) দায়ের করেন।

মামলায় প্রধান আসামী করা হয় কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। এছাড়াও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান, পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ভাটেরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখস, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন ও কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ ৮৩ জনের নামোল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামী করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এসব মামলায় এখনও কোন আসামী গ্রেফতার করা হয়নি। আসামী গ্রেফতারে জোর চেষ্টা চলছে।



আরও খবর

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪





এই সম্পর্কিত আরও খবর

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ৯৯৩টি মন্ডেপ শারদীয় দুর্গাপূজা

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মৌলভীবাজার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার জেলার ৭ থানার ওসি বদলি

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার