মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বিহালা এলাকায় কুলাউড়া-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার সকাল ৭টার দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বিহালা এলাকা দিয়ে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন ওই এলাকা পাড় হচ্ছিল। এ সময় রেলপথ দিয়ে যাওয়া ওই নারীর ডান পা ট্রেনে কাটা পড়ে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ সেখানে গিয়ে দ্রুত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।