সালেহ আহমদ (স'লিপক): মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপিস্থ হরিপাশা গ্রামের সুরুজ মিয়ার বোন সিতারুন বেগম (৪৬) এর মরনব্যধী ক্যন্সার ধরা পড়েছে।
অসহায় দরিদ্র পরিবারের সুরুজ মিয়ার পক্ষে বোনের নিয়মিত চিকিৎসা, টেস্ট ও ঔষধপত্র সেবন করানো সম্ভব হচ্ছে না। সু-চিকিৎসার অভাবে অসুখ দ্রুত বেড়েই চলেছে।
পাড়া-প্রতিবেশী ও পরিচিতজনদের কাছ থেকে সাহায্য অনুদান চেয়ে এনে ঔষধ খেয়েছেন কয়েকদিন। এমতাবস্থায় স্থানীয়দের পরামর্শে রাজনগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শরণাপন্ন হন সিতারুন।
সমাজসেবা অধিদপ্তর তাদের অফিস থেকে নির্ধারিত ফরম দিয়ে বলেছে, তা পূরণ করে মেডিকেলের ব্যবস্থাপত্র সংযুক্ত করে সংসদ সদস্য কর্তৃক সত্যায়িত করে অফিসে জমা দেওয়ার জন্য।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরতলীর গুজারাইস্থ সংসদ সদস্য নেছার আহমদ এর বাসভবনে সিতারুন বেগম গিয়ে সাক্ষাৎ করেন। এমপি নেছার আহমদ তার প্রতি সূলভ আচরণ করেন এবং তাকে দুঃচিন্তা না করে আল্লাহর সাহায্য কামনা করতে বলেন। সিতারুনের ভাতার জন্য সমাজসেবা অধিদপ্তর যাতে দ্রুত কাজ করে সে বিষয়ে সুপারিশপত্র দেন।