সালেহ আহমদ (স'লিপক) : বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য, মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ৭১'এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীন রাজনীতিবিদ, কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদ এর বাংলাদেশ গমন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও কার্ডিফ ওয়েলস আওয়ামী লীগের পক্ষ থেকে পূথক পূথক ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) ইউকের হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্য আওয়ামী লীগ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
এসময় জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদের নিরাপদ স্বদেশ যাত্রার জন্য দোয়া সহ সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরী,
যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক
সৈয়দ ছুরুক আলী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার কলেজের প্রাক্তন জি এস আহমেদ হাসান, আব্দুল হাফিজ বক্কর, এনায়েত সরোয়ার, আব্দুল কাদির, লিপি বেগম ও মোহাম্মদ রাসেল আহমদ প্রমুখ।
এদিকে ইউকে ওয়েলস আওয়ামী লীগের পক্ষ থেকে
ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীন রাজনীতিবিদ ও কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদকে কার্ডিফ শহরে শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় অপর এক সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান বুলবুল, মোহাম্মদ রাসেল ফিরোজ ও শাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদ বাংলাদেশে অবস্থানকালে আওয়ামী লীগের নানা পোগ্রামে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কার্যক্রমে শরীক হওয়ার কথা রয়েছে।
এসময় ইউকে ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসের মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদ বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী ম্যাদার অব ইউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনা সহ সকল মন্ত্রীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জানিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশে বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।