Logo

মৌলভীবাজার-১ আসনে তিন জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত:মঙ্গলবার ০৯ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ ফেব্রুয়ারী ২০২৪ | ১৫৪০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন। বাকী ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
 সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি টানা চতুর্থবার এমপি নির্বাচিত হন।

 নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ ভোট। প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচন বর্জনকারী জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ০৯৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট ও তৃণমূল বিএনপি প্রার্থী মো: আনোয়ার হোসেন মঞ্জু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট। নির্বাচনী এলাকায় বাতিল হয় ২ হাজার ৪৩১ ভোট। দুই উপজেলায় মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬৩৫ ভোটের মধ্যে ১ লক্ষ ৪৫ হাজার ৮৯৯ ভোট প্রদান করা হয়।

 জামানত রক্ষার্থে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ১৮ হাজার ২৩৭ ভোট পেতে হয়। এ আসনে উল্লেখিত ভোট না পাওয়ায় জাতীয় পার্টি প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপি প্রার্থী মো. আনোয়ার হোসেন মঞ্জুর জামানত বাজেয়াপ্ত হয়।


আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

রবিবার ১১ ফেব্রুয়ারী ২০২৪





এই সম্পর্কিত আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

জুড়ীতে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জুড়ীতে দেয়াল ভেঙ্গে বাড়ী দখলের চেষ্টায় গ্রেফতার - ২

মৌলভীবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী ২৫, বাতিল ৭জন

মৌলভীবাজার ১ ও ২ আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, ১ জনের স্থগিত

মৌলভীবাজারের ৪ টি আসনে মনোনয়ন জমা দিলেন ৩২ প্রার্থী

মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন কিনেছেন ২৩ প্রার্থী

জুড়ী-বড়লেখায় নৌকার মাঝি শাহাব উদ্দিন

পিডিবির প্রকৌশলীকে ম্যানেজ করে অবৈধ মিটারে চলছে করাত কল

দুই বাংলাদেশিকে ‘পিটিয়ে’ জুড়ী সীমান্তে ফেলে গেল বিএসএফ