Logo


মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সালেহ আহমদ (স'লিপক) ||
প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | ১৯৫জন দেখেছেন
Image
অন্যান্য পরিবহণের দূর্ঘটনায় যেরকম প্রাণঘাতি বা ক্ষয়ক্ষতি হয়, সে তুলনায় এই রিকশাগুলোর দূর্ঘটনায় ক্ষয়ক্ষতি হয় না বললেই চলে এবং দূর্ঘটানর হারও তুলনামূলক কম। তাই দূর্ঘটনারোধে ও যানজট নিরসনে প্রথমেই যেখানে সেখানে সকল ধরণের পরিবহণের অবৈধ পার্কিং বন্ধ করতে হবে এবং রিকশা চলাচলের জন্য পৃথক লেন তৈরি করতে হবে। পার্কিংয়ের জন্য শহরে পর্যাপ্ত ব্যবস্থা ও সকল মার্কেটে নিজস্ব পার্কিং ব্যবস্থা করতে হবে। তাই সার্বিক বিষয় বিবেচনা করে ৭ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের আশু ভূমিকা কামনা করেন শ্রমিকরা।

মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্টঃ ২৪৫৩) এর ৭ দফা দাবি হলো- ১. বর্তমান বাজারদরের সাথে তাল মিলিয়ে রিকশা ভাড়া পুণঃনির্ধারণ করতে হবে। ২. উচ্চ আদালতের রায় অনুযায়ী আঞ্চলিক সড়কে ও শহরের ভিতরে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচলে বাঁধা দেওয়া যাবে না। শ্রমিকদের হয়রানি বন্ধ করে অবিলম্বে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ বন্ধ করতে হবে। ৩. যানজট নিরসনে যত্রতত্র অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। ৪. যাত্রী ও শ্রমিকদের সুবিধার্থে পর্যাপ্ত রিকশা স্ট্যান্ড স্থাপন করতে হবে । ৫. রিকশা শ্রমিকদের উপর সকল অন্যায় জুলুম-অত্যাচার-নির্যাতন বন্ধ করতে হবে। ৬. রিকশা-ঠেলা-ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিষপত্রের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং ৭. শাহমোস্তফা সড়ক ও শ্রীমঙ্গল সড়কের সংযোগস্থলে ট্রাফিক গোল চত্ত্বর নির্মাণ করতে হবে।

আরও খবর

মৌলভীবাজারে পর্যটন দিবস পালিত

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে পর্যটন দিবস পালিত

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩