Logo


নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১১০জন দেখেছেন
Image

নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করলেন বেগম রওশন এরশাদ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন।

রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর নেই। 
তিনি কি করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’ 

এ বিষয় জানতে বেগম রওশন এরশাদকে ফোন করা হলে তিনি ধরেননি। 

প্রসঙ্গত, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন জি এম কাদের। বর্তমানে তিনি বিজেপির আমন্ত্রণে ভারত সফর করছেন। তাঁর অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।


আরও খবর

বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু

বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩