Logo

প্রাথমিকে ডেঙ্গু প্রতিরোধে ৮ দফা নির্দেশনা

প্রকাশিত:সোমবার ১৭ জুলাই ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ৮৫০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের অবহিত করা, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ, যেসব জায়গায় স্বচ্ছ পানি জমার সম্ভাবনা থাকে সেসব জায়গা একদিন পর পর পরিষ্কার করাসহ ৮ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। 

এতে বলা হয়, দেশে এডিস মশার বিস্তার ও এর মাধ্যমে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন, সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। 

নির্দেশনা গুলোর মধ্যে রয়েছে অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখা, কোনো জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করা অথবা জমা পানি নিষ্কাশন, অব্যবহৃত লো ও হাই কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করা, দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন/পৌরসভার সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা।


আরও খবর