আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত দূর্গত পরিবারগুলোর মধ্যে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রাজনগর জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার (২৭ আগস্ট) উপজেলার মনু নদীর বাঁধ সংলগ্ন একামধু ও কান্দিরকুল গ্রামের বন্যা দূর্গত ৪২ টি পরিবারের মাঝে রাজনগর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির রাজনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ গোলাম সারোয়ার মোর্শেদ, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আক্তার হোসেনসহ রাজনগর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
এসময় প্রতিটি পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণসহ শুকনো খাবার প্রদান করা হয়।
রাজনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ গোলাম সারোয়ার মোর্শেদ বলেন, আকস্মিক বন্যায় রাজনগরের মানুষের অনেক ক্ষতি হয়েছে। আমাদের রাজনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা মিলে আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি।