Logo

রাজনগর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী আটক

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ৩৫৮৫জন দেখেছেন
আক্তার হোসেন সাগর ::

Image

আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ চার জুয়াড়ীকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ছিক্কাগাঁও এলাকায় অভিযান চালিয়ে জুয়াড় আসর থেকে তাঁদের আটক করা হয় ।  এসময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের খোকন মালকারের ছেলে দুলাল মালাকার (২৫), ছিক্কাগাও গ্রামের আলমাছ উদ্দিনের ছেলে ছালিম উদ্দিন(৩২), কামালপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে  আমির আলী(৪০) ও কেশর পাড়া গ্রামের মৃত বাজেন্দ চন্দের ছেলে পিংকু চন্দন।   

আটককৃত ৪ জনকে আসামী করে রাজনগর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।  আটকৃতদের বিরোদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে'র উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগরে ছাত্রদলের উদ্যোগে এম সাইফুর রহমান অডিটোরিয়াম পুনরায় নিজের নাম ফিরে পেল

রাজনগর পল্লী বিদ্যুতের উদ্যোগে বন্যা দূর্গত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

রাজনগরে জুবের চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

রাজনগর থানা পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

রাজনগরে সমাজ সেবা অধিদফতর কর্তৃক অনুদানের চেক বিতরণ

রাজনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান খান,ভাইস চেয়ারম্যান ফৌজি ও সুমি নির্বাচিত