আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ চার জুয়াড়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ছিক্কাগাঁও এলাকায় অভিযান চালিয়ে জুয়াড় আসর থেকে তাঁদের আটক করা হয় । এসময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের খোকন মালকারের ছেলে দুলাল মালাকার (২৫), ছিক্কাগাও গ্রামের আলমাছ উদ্দিনের ছেলে ছালিম উদ্দিন(৩২), কামালপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে আমির আলী(৪০) ও কেশর পাড়া গ্রামের মৃত বাজেন্দ চন্দের ছেলে পিংকু চন্দন।
আটককৃত ৪ জনকে আসামী করে রাজনগর থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকৃতদের বিরোদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।