আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২১ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১০ টায় রাজনগর থানার আয়োজনে থানার চত্ত্বরে নিরাপত্তা ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
এসময় পুলিশ সুপার বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পুলিশ ও আনসার সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক এর সভাপতিত্বে ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান, রাজনগর পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা আনোয়ারুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হেপি দেব, রাজনগর থানার অফিসার-ফোর্স এবং রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনরত আনসার সদস্যবৃন্দ।