রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় নির্বাচনের লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের সহ-সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রেসক্লাবের নির্বাচনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে মোঃ হারুনুর রশীদ (দৈনিক এশিয়া বানী) কে আহবায়ক, বিকাশ দাশ (নাগরিক টিভি)কে যুগ্মআহবায়ক ও মোঃ মোস্তফা বকস (দৈনিক স্বাধীন বাংলা)কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয় । উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।