Logo

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | ৮০০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজারের রাজনগর থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির রাজনগর উপজেলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় রাজনগর থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির রাজনগরের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ১৮ সেপ্টেম্বর রাজনগর থানায় যোগদান করেছি, যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছি, উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে নিয়ে সক্রিয় ভাবে মাঠে কাজ করছি। রাজনগর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পুলিশ,  সাংবাদিক ও জনগণ মিলে কাজ করলে সমাজ থেকে  সব ধরনের অপরাধ কমে যাবে। এছাড়াও তিনি বলেন, রাজনগর থানা দালালমুক্ত থাকবে এবং সেবাপ্রার্থীরা থানায় স্মার্ট পুলিশিং সেবা পাবে । এ সময় উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক বিকাশ দাশ, সদস্য সচিব মোঃ মোস্তাফা বকস, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, শাহ মোহাম্মদ মুবাশ্বির রাজনগর থানায় যোগদানের পূর্বে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিআইডিসহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার সন্তান। 


আরও খবর

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪





এই সম্পর্কিত আরও খবর

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে'র উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগরে ছাত্রদলের উদ্যোগে এম সাইফুর রহমান অডিটোরিয়াম পুনরায় নিজের নাম ফিরে পেল

রাজনগর পল্লী বিদ্যুতের উদ্যোগে বন্যা দূর্গত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

রাজনগরে জুবের চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ