Logo

রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৯৬৪ আনসার সদস্য

প্রকাশিত:সোমবার ২০ মে ২০24 | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ১৭৯০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। 


উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রের জন্য নয় শত চৌষট্টি জন চৌকস আনসার ভিডিপির সদস্যকে বাছাই করে নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার (২০ মে) উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয় থেকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং করে ভোট কেন্দ্রে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হেপি দেব প্রমুখ।


জেলা কমান্ড্যান্ট মোঃ মোতালিব হোসেন বলেন, নির্বাচনে সকল সদস্যকে প্রতিটি ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলার নিরাপত্তা রক্ষায় কঠোনহস্তে দায়িত্ব পালন করতে হবে। যাতে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সেই ব্যাপারে অবশ্যই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে আনসার ভিডিপি সদস্য সদস্যাগন সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আদেশ উপদেশ প্রদান করেন।

 

এর আগে যাচাই বাছাই কালীন সময়ে সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য সদস্যাগনকে উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন।


এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হেপি দেব জানান, আগামীকাল রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠভাবে উপহার দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। একই সাথে আনসার ও ভিডিপি সদস্য নিয়োগে যাতে কোন অনিয়ম না হয়, সেইদিকে লক্ষ রেখে ট্রেনিং প্রাপ্ত সদস্যদের নিয়োগ করার চেষ্টা করছি। আজ প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের পাঠিয়েছি।



আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

হত্যা মামলাকে বিভিন্ন খাতে প্রভাবিত করার অভিযোগ করে রাজনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রাজনগর থানা পুলিশের অভিযানে ২৩১.৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

রাজনগরে মরহুম এম. সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ

রাজনগরে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতে'র উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ