Logo


রাজনগরে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে আরএইচডি সড়ক পাকাকরণের টেন্ডার

সালেহ আহমদ (স'লিপক) ||
প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | ৪১৬জন দেখেছেন
Image
সালেহ আহমদ (স'লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়নে কাছাড়ী-পন্ডিতনগর আরএইচডি সড়ক পাকাকরণের জন্য এমপি বরাদ্দকৃত ৮০ লক্ষ টাকার টেন্ডার আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের ঠিক আগ মুহুর্তে কাছাড়ী-পন্ডিতনগর ও কাশীপুর এলাকার জনসাধারণের যাতায়াতের ভোগান্তি নিরসনে এমপির এই বরাদ্দ স্থানীয়দের মাঝে ব্যাপক সারা ফেলেছে।

সুন্দর ও সফলভাবে কাজ সমাপ্ত করতে পারলেই জনতার মন জয় করা যাবে এমনটা দাবি করছেন 
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি আকমল হোসেন।


তিনি বলেন, চলিত বছরের শুরুতেই পন্ডিতনগর গ্রামে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ইট সলিং এর কাজ সম্পন্ন করে উদ্বোধন করেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের এমপি নেছার আহমেদ। এই এলাকাগুলোর উন্নয়ন নিয়ে আরো বেশকিছু পরিকল্পনা আছে বলে জানান তিনি।
আরও খবর