Logo


রাজনগরে আগামীকাল ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

আক্তার হোসেন সাগর ::
প্রকাশিত:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১১২৬জন দেখেছেন
Image

আক্তার হোসেন সাগর : রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত ৩৩ কেভি (কিলো ভোল্ট) লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজনগর উপজেলায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি রাজনগর জোনাল অফিসে সূত্রে জানা যায়, রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত ৩৩ কেভি (কিলো ভোল্ট) লাইনে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিকাল ৫ টায় মেরামত কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ  চালু করা হবে। বিষয়টি গ্রাহকদের জানানোর জন্য রাজনগরে মাইকিং করা হয়েছে।


মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি রাজনগর জোনাল অফিসের ডিজিএম মোঃ এমাজুদ্দিন সরদার জানান, গাছপালা কর্তন ও জরুরী রক্ষণাবেক্ষনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও খবর