Logo

রাজনগরে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত:সোমবার ২৫ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৫ মার্চ ২০২৪ | ২২৯০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগরে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। 

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচগাঁও গণকবরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং সকল শহীদদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। 

প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল ‍কুমার চক্রবর্তীসহ  উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ প্রমুখ। 

রাজনগর উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে পাঁচগাঁও গণকবরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।