আক্তার হোসেন সাগর : নির্বাচনকালীন দেশের দুর্যোগ ও আপদকালীন আনসার ভিডিপি সদস্যদের কাজে লাগাতে তাদের দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে মৌলভীবাজারের রাজনগরে দশদিনব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজনগর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে টেংরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ৩০ বছরের কম বয়সী ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্যের মাঝে প্রশিক্ষণের সনদ ও ভাতা প্রদান করা হয়।