Logo

রাজনগরে জুবের চৌধুরীর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | ১৪৮০জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

আক্তার হোসেন সাগর : মৌলভীবাজারের রাজনগরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়াল হাই স্কুল, রাজনগর সরকারি কলেজসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা আক্রান্ত হয়ে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খাদ্য করা হয়।

রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর আয়োজনে উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মী ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগিতায় এসব খাদ্য বিতরণ করা হয়েছে। 

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক নেছার আহমদ সানি, উপজেলা বিএনপির নেতা আবু কয়েছ দুলাল, সাবেক ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সাহিদ আহমদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মাহবুব আল জামাল, সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেওলোয়ার হোসেন রুকন, উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাউছার তরফদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সুমন আহমদ, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য শেখ আলমগীরসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।