"সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।
দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় রাজনগর উপজেলা পরিষদ প্রঙ্গনে বর্ণাঢ্য র্যালি শেষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে।
উন্নয়ন মেলার উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।