মৌলভীবাজারের রাজনগরে দূরারোগ্য রোগে আক্রান্ত ৬ জন রোগীর মাঝে সমাজ সেবা অধিদফতরের তিন লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজাদুর রহমানের পরিচালনায় সুবাধাভোগীদের হাতে চেক তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেয়া হয়।
আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৬ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।