দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেওয়া সিলেটে চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১ মে) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চত করেছেন সিলেট জেলা বিএনপির এক র্শীষ নেতা।
শোকজ প্রাপ্ত নেতারা হলেন, সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল।
জেলা বিএনপির একটি সুত্র জানিয়েছে, শোকজের জবাব সন্তোষজনক না হলে বা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে।
এরআগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া সিলেট বিভাগের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।