Logo

শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | ২৪৫৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী,৩ জন পুরুষ ও ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১০জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আছকির মিয়া, কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মো.আফজাল হক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা যুবদলের ( বহিষ্কৃত) যুগ্ম সম্পাদক হাজী লিটন আহমেদ সাজু,মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়াম্যান ও পৌরসভা আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ডের সদস্য মিতালী দত্ত,উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিন আহমেদের স্ত্রী হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে,প্রার্থীতা প্রত্যাহার ১২ মে,প্রতিক বরাদ্ধ ১৩ মে ও ভোটগ্রহন ২৯ মে অনুষ্ঠিত হবে বলে এসব তথ্য  নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো.আতাউল হক।


আরও খবর