Logo


সুনামগঞ্জ হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে তিন ভাই-বোনের মৃত্যু

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:রবিবার ০২ জুলাই 2০২3 | ১৮৪জন দেখেছেন
Image

রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩), মারজানা ( ৮) ও ছেলে রবিন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায় তিন ভাই বোন। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টির কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় তিনজনই। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।