Logo

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একাই শ্রদ্ধা জানালেন মেয়র

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | ১৫৩৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে একাই শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা জানানোর পর মেয়র নাদের ধুলা জমে থাকা বঙ্গবন্ধুর ছবি হাত দিয়ে মুছে দেন এবং আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশত্যাগের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন।  অনেকেই আবার প্রাণ বাঁচাতে গা ঢাকা দেন। আজ সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়নি কোনো নেতা-কর্মীকে। টানানো হয়নি জাতীয় ও দলীয় পতাকা।

এদিকে জেলার অধিকাংশ নেতা-কর্মী ঘা ডাকা দিলেও ব্যতিক্রম অবস্থানে আছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত। তিনি ৬ আগস্ট থেকেই পৌরসভায় দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নাগরিক সেবা। আর এতেই খুশি পৌরবাসী।

আলীপাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘দেশের অনেক জায়গায় পৌরসভা কিংবা সিটি করপোরেশনে সেবা বন্ধ রয়েছে। কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও নাদের বখত প্রতিনিয়ত পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।’

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাব।  এখন আওয়ামী লীগের দুঃসময়, এখন আমাদের সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে শেখ হাসিনার জন্য।  যাঁরা পলাতক আছেন, আমি বিশ্বাস করি তাঁরা দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন।  সেই সঙ্গে আমরা মুজিব আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।’


আরও খবর

সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী যারা

রবিবার ০৭ জানুয়ারী ২০২৪





এই সম্পর্কিত আরও খবর

সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জ দিয়ে জেলা প্রশাসক বদলি শুরু

দ্বাদশ সংসদ নির্বাচন : সিলেটের ১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী যারা

সুনামগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র

ডক্টর মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত

সুনামগঞ্জে কাঁঠালের নিলাম নিয়ে সংঘর্ষ: ৬ দিন পর দুই মামলা, আসামি ১৬৩

সুনামগঞ্জে কমেছে নদ-নদীর পানি

সুনামগঞ্জ হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে তিন ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জে বন্যা আতঙ্কে ২০ লাখ মানুষ

বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত