Logo


সুনামগঞ্জে কমেছে নদ-নদীর পানি

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:মঙ্গলবার ০৪ জুলাই ২০২৩ | ১৬২জন দেখেছেন
Image

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কমেছে জেলার প্রায় সবগুলো নদীর পানি। এতে জেলার কোনো কোনো এলাকার নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মঙ্গলবার ২৪ ঘণ্টায় সুরমা নদীর ছাতকে ৩ সেন্টিমিটার, সুনামগঞ্জ ৯ সেন্টিমিটার ও দিরাই পয়েন্টে এক সেন্টিমিটার কমেছে পানির উচ্চতা। তবে ওই তিনটি পয়েন্টে এখনো নদীর পানি যথাক্রমে ১৩০, ৫ সেন্টিমিটার ও ২ সেন্টিমিটার উপরে রয়েছে। ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত হয়েছে ৫০ দশমিক ২৫ মিলিমিটার।

এদিকে, জেলার ভাটিতে অবস্থিত জগন্নাথপুরে ২ সেন্টিমিটার বেড়েছে নলজুর নদীর পানি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত কমায় নদীর পানি কমতে শুরু করেছে। এভাবে থাকলে দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জেলার তাহিরপুর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, সদর ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং নিম্নাঞ্চলের যে সকল এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল, সেখানকার পরিস্থিতি উন্নতি হচ্ছে।