Logo

মৌলভীবাজার-৩ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ভিপি সুয়েব

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারী 20২৪ | ১৮৫৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নতুন মুখ হিসেবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আব্দুল মালিক তরপদার (ভিপি সুয়েব)।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করেন তিনি। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন উপস্থিত ছিলেন।


আব্দুল মালিক তরপদার (ভিপি সুয়েব) ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে এবং এরপর তিনি মৌলভীবাজার সরকারি কলেজের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি আমেরিকায় পাড়ি জমান। সেখানে ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুক্তরাজ্যে যান। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সাউথাম্পটন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং ২০১৯ সালে তিনি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর থেকেই তিনি দেশে অবস্থান করছেন।

আব্দুল মালিক তরপদার (ভিপি সুয়েব) সিলেটভিউকে বলেন, ‌‌‘ছাত্র রাজনীতিতে জড়িত থাকাকালীন জীবন জীবিকার তাগিদে কিছুটা সময় বিদেশে অবস্থান করতে হয়েছে। আমি রাজনীতির মানুষ। জনগনকে নিয়েই আমার আশা আকাঙ্ক্ষা। তাই জনগনের সেবা করতেই দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে ।’


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল

মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যোগে ৬ মে দিনব্যাপী ফ্রি পবিত্র হজ প্রশিক্ষণ

মৌলভীবাজার পূলিশ সুপারের সাথে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক মশাহিদ আহমদ এর কারামুক্তি : পরবর্তী শুভেচ্ছা সমাবেশ

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে ঔষধ প্রশাসনের ফুলেল শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির উদ্বোধন করলেন মোহাম্মদ জিল্লুর রহমান

মৌলভীবাজারের সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

মৌলভীবাজারে বিপাকে দেড় হাজার ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী

প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চায় হিউম্যান রাইটস ফোরাম