Logo

মৌলভীবাজারে রেডিও পল্লীকন্ঠের তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১২ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ১২১৫জন দেখেছেন
Image
সালেহ আহমদ (স'লিপক) : মৌলভীবাজারে রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফএম এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান 'রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) মৌলভীবাজার শহরের সনামধন্য বিদ্যাপীঠ হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে  হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক মোঃ আল-আমীন, সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ, তেরেসা দাস বৃষ্টি সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

রঙিন ক্যাম্পাস অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্য বিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, প্রত্যেক শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি সঠিক ভাবে মূল্যায়ন করে শিক্ষা দীক্ষা, কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা হয়, তবে তারা তৈরি হবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে।

রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান প্রচারিত হওয়ায় হাফিজা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

মৌলভীবাজার পূলিশ সুপারের সাথে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক মশাহিদ আহমদ এর কারামুক্তি : পরবর্তী শুভেচ্ছা সমাবেশ

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে ঔষধ প্রশাসনের ফুলেল শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির উদ্বোধন করলেন মোহাম্মদ জিল্লুর রহমান

মৌলভীবাজারের সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

মৌলভীবাজারে বিপাকে দেড় হাজার ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী

প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চায় হিউম্যান রাইটস ফোরাম

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মৌলভীবাজার কর্তব্যরত সাংবাদিক বৃন্দের প্রতিবাদ সভা

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ রাজুল আলীর প্রবাসগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

শ্রীমঙ্গলে নাগরিক প্লাটফর্মের শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত