Logo


সারা দেশে হবে বৃষ্টি, দু-এক দিনের মধ্যে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

রাজনগর বার্তা রিপোর্ট ::
প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১৩৯জন দেখেছেন
Image

আজ দেশের কোথাও হালকা ও মাঝারি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

উপপরিচালকের পক্ষে আবহাওবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। 

পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬২ মিলিমিটার। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৫ দশমিক ৮, সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর