Logo

বৃটেনের কার্ডিফের রাইট অনারেবল লর্ড মেয়র ড. বাবলিন মল্লিক কে সংবর্ধনা

প্রকাশিত:মঙ্গলবার ১৩ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ১১২০জন দেখেছেন
মোহাম্মদ মকিস মনসুর::

Image

বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ কাউন্টি কাউন্সিলের রাইট অনারেবল লর্ড মেয়র ড. বাবলিন মল্লিক এর সম্মানে গতকাল  দূপুরে কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার কমিটির পক্ষ থেকে মসজিদ সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


মসজিদ কমিটির চেয়ারম্যান আকতারুজ্জামান কোরেশি নিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক 


এস আই চৌধুরী বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে লর্ড মেয়র ড. বাবলিন এর গর্বিত পিতা প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদ সহ অন্যান্য  বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড মেয়র এর স্বামী অধ্যাপক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া, কমিউনিটি সংগঠক কাজি মোহাম্মদ শাহজাহান, কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস এর সেক্রেটারি রকিবুর রহমান, লায়েক আহমেদ চৌধুরী, রুহুল আলম, সেলিম চৌধুরী, মুহিত মিয়া,নবপ্রজমের সন্তান তামজিদ আহমদ  ও ইসরা মাতেজাই, সহ প্রমুখ নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মক্তব এর ছাত্র ইয়াসমিন খান ও সহকারী ঈমাম মিফতাউর রহমান কামিল এবং দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব বিশিষ্ট মাওলানা কাজি ফয়জুর রহমান। 

কমিটির পক্ষ থেকে লর্ড মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সেলিম চৌধুরী এবং শামিম চৌধুরী । 

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা সদরের কচুয়া আদর্শ গ্রামের মেয়ে ও সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর গ্রামের পুত্রবধু  ড. বাবলিন মল্লিক আজ ওয়েলসের রাজধানী কার্ডিফ সিটি কাউন্সিলের রাইট অনারেবল লর্ড মেয়র এর দায়িত্ব পালন করায়  তিনি বৃটেনের ওয়েলসের ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্য থেকে মুসলিম নারী লর্ড মেয়র তিনি, যা বাঙালিদের জন্য আরেকটি সাফল্য অর্জনের মাধ্যমে নব ইতিহাস সৃষ্টি করেছেন। 


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

লন্ডনে জননেতা মোহাম্মদ ফিরোজ আহমদকে বাংলাদেশ গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান

বৃটেনের কার্ডিফে শাহ্‌জালাল এবং জালালীয়া মসজিদে পবিত্র মেরাজুন্নবী (দ.) উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কলকাতায় বিশ্ব কবিমঞ্চের কবিতা সন্ধ্যা ও বই প্রকাশ অনুষ্ঠিত

ড. আব্দুস শহীদ এমপি কৃষি মন্ত্রী হয়ে আগামীর কর্ম পরিকল্পনার স্বপ্নের কথা তুলে ধরায় বৃটেন থেকে মকিস মনসুর এর অভিনন্দন

ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে কার্ডিফে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন: সরকারকে জাতিসংঘ মানবাধিকার প্রধান

দুবাই শাজরায় মৌলভীবাজারীদের আয়োজনে শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

সৌদি আরবে লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত