Logo

কুলাউড়ার দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে ১২ ঘণ্টা ধরে চলছে ‘অপারেশন হিলসাইড’

প্রকাশিত:শনিবার ১২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | ২৩৬৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামে ‘জঙ্গি’ আস্তানা সন্দেহে ১২ ঘণ্টা ধরে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন। 


ফারুক হোসেন বলেন, দুর্গম পাহাড়ে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও সোয়াট পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইড’। সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযান এখনো চলমান রয়েছে। 


সরেজমিনে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের জুগি টিলায় অবস্থিত একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই টিলায় অভিযান চলছে। শনিবার ভোরে কাউন্টার টেরোরিজম ইউনিটে অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সকালে সোয়াটের ২০ / ২২ জনের একটি দল অভিযানে যোগ দেয়। ওই বাড়িতে ৮ / ৯ জন নারী-পুরুষ থাকতে পারে বলে জানা গেছে। 


স্থানীয় থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছেন জঙ্গিরা। এর অর্থায়ন করেছেন একজন প্রবাসী। 

এদিকে স্থানীয় বাসিন্দা ইয়াকূব আলী জানান, প্রায় এক মাস আগে ওই টিলায় প্রায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। তাঁরা এই এলাকায় অপরিচিত। 

পৌনে নয়টায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক ঘটনাস্থল থেকে জানান, অভিযানে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়েছে।


আরও খবর

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪





এই সম্পর্কিত আরও খবর

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ৯৯৩টি মন্ডেপ শারদীয় দুর্গাপূজা

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মৌলভীবাজার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিল সম্পন্ন

রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

রাজনগরের বিভিন্ন সড়কে উপজেলা প্রশাসনের বৃক্ষ রোপন

রাজনগরে মেধা-সংস্কৃতি বিকাশ সমাজকল্যাণ পরিষদের ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার জেলার ৭ থানার ওসি বদলি

কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার