মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরের বিলে অবৈধভাবে পানি সেচ করায় ৪ জনকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মাহমুদুর রহমান মামুন এ জরিমানা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ৪ ব্যক্তি হাকালুকি হাওরের মেধাবিল ও কাটোয়া বিলে অবৈধভাবে পানি উত্তোলন করে মাছ ধরছেন- এমন খবর পেয়ে বুধবার সেখানে থানাপুলিশের সহায়তায় অভিযান চালান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ।
অভিযানের বিষয়টি টের পেয়ে পানির পাম্পগুলো (মেশিন) রেখে তারা পালিয়ে যায়। পরে ওই দুই বিল থেকে ৪টি মেশিন জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওই ৪ ব্যক্তি মেশিনগুলো নিতে ইউএনওর কার্যালয়ে এলে তাদেরকে মোট ১২ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত মেশিনগুলো ফেরত দেওয়া হয়।