Logo

মৌলভীবাজার জেলার ৪ আসনে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | ৩৩৫৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজার জেলার ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন নেতা। রবিবার পর্যন্ত দু’দিনে এসব নেতারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। আগামী দুদিনে আরও অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।


মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



মৌলভীবাজার-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগ নেতা সিপার উদ্দিন আহমদ, রুকন উদ্দিন আহমদ, এম. সাদরুল আহমেদ খান ও এ কে এম সফি আহমদ সলমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


মৌলভীবাজার-৩  আসনে বর্তমান সংসদ সদস্য নেছার আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, আওয়ামী লীগ নেতা সৈয়দ রেজাউর রহমান, মো. কামাল হোসেন, আবদুল মালিক তরফদার, আবদুর রহিম শহিদ,  ছয়ফুর রহমান ও মো. জিল্লুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


মৌলভীবাজার-৪ আসনে মোট ৬ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগ নেতা মো. রফিকুর রহমান, সৈয়দ মো. মনসুরুল হক,  সোহেল আহমেদ, নবারুন দাস এবং এ এস এম আজাদুর রহমান।



আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত

আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল

মৌলভীবাজার পূলিশ সুপারের সাথে শান্তি ও সম্প্রতি বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকীতে ঔষধ প্রশাসনের ফুলেল শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারে স্বল্পমূল্যে দুধ-ডিম বিক্রির উদ্বোধন করলেন মোহাম্মদ জিল্লুর রহমান

মৌলভীবাজারের সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

মৌলভীবাজারে বিপাকে দেড় হাজার ড্রাইভিং লাইসেন্সপ্রত্যাশী

প্রীতির রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চায় হিউম্যান রাইটস ফোরাম

মৌলভীবাজারে রেডিও পল্লীকন্ঠের তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান ‘রঙিন ক্যাম্পাস’ অনুষ্ঠিত

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মৌলভীবাজার কর্তব্যরত সাংবাদিক বৃন্দের প্রতিবাদ সভা