Logo

কুলাউড়ায় নারীসহ তিনজনের জেল-জরিমানা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ | ৯০৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে ক্ষতিসাধনের অপরাধে এক নারী ও মাটি বহনকারী দুই ট্রাক্টরচালককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।  অভিযানে সহায়তা করেন থানাপুলিশের সদস্যরা।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন- শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা মোছা. নুরুন্নেছা (৪০), একই গ্রামের বাসিন্দা শিবু পাশী (২৬) ও আব্দুর (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে ক্ষতিসাধন করছিলেন নুরুন্নেছা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি আরও বলেন, কৃষি খাস জমি মাটি বহনকারী ট্রাক্টরচালক শিবুকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। একই অপরাধে আরেক ট্রাক্টরচালক আব্দুরকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।


আরও খবর




এই সম্পর্কিত আরও খবর

কুলাউড়ার নতুন ইউএনও মহিউদ্দিন

কুলাউড়ায় বিল সেচে মাছ ধরায় ৪ জনকে জরিমানা

কুলাউড়ায় দীর্ঘদিন ধরে গৃহবধূকে উ ত্য ক্ত করার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশে দিলেন

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

কুলাউড়ায় মসজিদ উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি নাদেল

কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার -২ আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বেসরকারিভাবে নির্বাচিত

কুলাউড়ার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দুই প্রার্থী

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে বিদায়ী ইউএনওর মতবিনিময়