Logo

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

প্রকাশিত:শনিবার ১০ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | ১৪১৫জন দেখেছেন
রাজনগর বার্তা রিপোর্ট ::

Image

মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসের চারজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার ভাটেরা বাজার রেলগেটে এ ঘটনা ঘটে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন–উপজেলা সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের জলি বেগম (৪৫), তাহছিন আহমদ (১৪), ফাহাদ মিয়া (১৫) ও রিয়াদ আহমদ (৭)। 

জানা জায়, উপজেলা ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেনটি আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা যাত্রীসহ গাড়িচালক দ্রুত নেমে পড়লেও পেছনে বসা কেউই নামতে পারেননি। 

এ সময় ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায় এবং চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আরও খবর

কুলাউড়ায় নারীসহ তিনজনের জেল-জরিমানা

বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪